উন্মাদ আকুলতা
রফিক আতা
তুমুল রজনী কেটে যায় নিদ্রাহীন,
তোমারই প্রতীক্ষায়, নিঃশেষিত প্রহরে।
জোনাকি জ্বলে পুকুরপাড়ে,
ঝিঁঝি ডাকে নিঃশব্দ আঁধারে,।
আমি কেবল আক্ষেপের আক্রমণে
ভীষণভাবে বিচ্ছিন্ন।
বাতাসের শব্দহীন নিঃশ্বাসে শুনি—
তোমার আজও না-আসার করুণ সংবাদ।
তবু আমি ভেঙে পড়ি না।
জীবন-গল্পের শেষ চরিত্র থেকে
পলায়ন করার ইচ্ছে আমার নেই।
কারণ আমি জানি—
একদিন তুমি আমায় ছুঁতে
দৌড়ে আসবে উন্মাদ আকুলতায়।
খারাপ লাগে—হয়তো সেদিন
আমি আর এ জগতে থাকব না।
রচনাকাল
চব্বিশ, বারো, পঁচিশ ইং
বুধবার