"আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে?
আপনার লেখাগুলো কি নিরাপদ?
যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—তখন সৃষ্টি হয় এক ধরনের অগোছালো অবস্থা, লেখক নিজেই নিজের লেখা ঠিকমতো খোজে পান না। তখন একদিকে থাকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান তাঁর নিজের পরিচয়। আর লেখা/কন্টেন্ট এর মালিকানা প্রমাণ করার মতো নির্ভরযোগ্য সোর্সও থাকে না।
এখন প্রশ্ন হলো—আপনার লেখা যে আপনারই, সেটি নিশ্চিত করার সার্বজনীন ও স্বীকৃত উপায় কোথায়?
এই সমস্যার এককেন্দ্রিক ও স্থায়ী সমাধান নিয়ে এসেছে ই-নলেজ আইডিয়া। এটি আপনার লেখালেখির জন্য তৈরি করছে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম—যা হবে আপনার স্বত্ব, স্বীকৃতি এবং অবস্থানের নির্ভরযোগ্য ঠিকানা।
আপনি এবং আপনার মতো সকলেই বিভিন্ন প্ল্যাটফর্মে বিচরণ করবেন, কিন্তু সকলের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই থাকবে।যা হবে সার্বজনীন স্বীকৃত, ব্যবহৃত ও নির্ভরযোগ্য।
অনেকটা আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এর মতো।
বিভিন্ন জায়গায় বিচরণ করবেন, কিন্তু আপনার স্থায়ী ঠিকানা একটাই থাকবে।
তেমনি সকল লেখকের স্থায়ী ও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম থাকবে একটাই, যা হবে সার্বজনীন স্বীকৃত ও নির্ভরযোগ্য এবং এটিই আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা দেওয়ার পাশাপাশি স্বীকৃতিও দিবে।
১. ডিজিটাল কপিরাইট প্রমাণ: ভেরিফায়েড eID
ই-নলেজ আইডিয়া আপনার প্রতিটি লেখার জন্য তৈরি করছে একটি ভেরিফাইড ই-আইডি বা eID—যা হবে আপনার কপিরাইট ও স্বত্বের ডিজিটাল প্রমাণ।
-
🔹 প্রতিটি পোস্টের সঙ্গে যুক্ত থাকবে একটি ভেরিফাইড পোষ্ট আইডি(eID), যেমন: পোস্ট eID: 123 বা #eID_123 #enolej। আপনি এই eID আপনার সোশ্যাল মিডিয়া বা ব্লগের লেখার সঙ্গে জুড়ে দিতে পারবেন।
-
🔹এটা অনেকটা 'সোর্স' এর মতো কাজ করে।ঠিক যেমন সোর্স লিংক থাকলে যেকোনো গবেষণা মানুষের নিকট আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়।যেহেতু লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম সার্বজনীন স্বীকৃত ও গ্রহণযোগ্য হবে,সেহেতু eID যেকোনো লেখার সঙ্গে রেফারেন্স হিসেবে জুড়ে দেওয়া মানে লেখাটি চুরি করা নয়, সেই নিশ্চয়তা দেয়া।
-
🔹যখন কোনো পাঠক এই eID চেক করবেন, তখন মুহুর্তেই লেখা বা কন্টেন্ট এর মূল লেখককে খুঁজে পাওয়া যাবে এবং প্রমাণিত হবে। এটি লেখক-পাঠকের মধ্যে গভীর সংযোগ তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি।
-
🔹 কেউ কারও eID নকল করতে পারবে না, কারণ কেন্দ্রীয় সোর্স একটাই।।সুতরাং চুরি করলেই ধরা পড়বে।
-
🔹 চোর যদি eID কপি করে,তাহলে সে মূল লেখককেই ক্রেডিট দিচ্ছে, তখন আর সেটা চুরি হবেনা, কারণ পাঠক মূল লেখককে চিনতে পারবে ও তার সংস্পর্শে আসতে পারবে।
-
🔹 চোর eID উল্লেখ না করলে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম এ চোরের eID কত, সেটি পাঠক জিজ্ঞাসা করলেই চোর ধরা খাবে।
-
🔹 অথবা eID ছাড়াও যেকেনো লেখা কেন্দ্রীয় প্ল্যাটফর্ম এ স্ক্যান করলে অটোমেটিক মূল লেখকের পরিচয় চলে আসবে।
-
এজন্য সেই চুরি করা লেখাটি eID Scanner এ প্রদান করতে হবে-
-
-
এরপর লেখাটি স্ক্যান হয়ে মূল লেখকের পরিচয় বের হবে-
-
-
অর্থাৎ আপনার লেখার কপিরাইট অন্য কেউ চুরি করতে পারছেনা।এজন্য অবশ্যই লেখককে ই-নলেজ আইডিয়া এর মাধ্যমে কেন্দ্রীয় লেখক হিসেবে নিবন্ধিত হতে হবে এবং লেখাগুলো প্রকাশ করতে হবে নিজের লেখক প্রোফাইল এ, যা হবে eID দ্বারা সুরক্ষিত!এটি আপনার পরিচয়, আপনার ঠিকানা, আপনার সুরক্ষা!
২. আপনার কেন্দ্রীয় লেখক প্রোফাইল, স্বীকৃতি এবং আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!
যা কিছু ভাবনায় আসে, তা এক বাক্যে হলেও লিখে রাখা উচিত। এক সময় দেখবেন, কয়েকদিনের লেখা একত্রিত হয়ে হয়তো একটি গল্পে রূপ নেয়।লেখাগুলোকে সুশৃঙ্খলভাবে একত্রিত করবে আপনার কেন্দ্রীয় লেখক প্রোফাইল। এভাবেই কোনো একদিন আপনি কষ্টে থাকলেও বা কেও আপনাকে ভুলে গেলেও, এই লেখা আপনাকে বাঁচিয়ে রাখবে এবং প্রাণবন্ত রাখবে।
তাই প্রত্যেক লেখক বা কন্টেন্ট ক্রিয়েটর-এর জন্য থাকবে একটি কেন্দ্রীয় লেখক আইডি নম্বর এবং একটি সুশৃঙ্খল লেখক প্রোফাইল।
আপনার এই আইডি নম্বরটি ব্যবহার করতে পারবেন আপনার Bio, CV, নিজের ওয়েবসাইট কিংবা বই-এর রেফারেন্সে—যা আপনার আপনার স্থায়ী পরিচায়ক হিসেবে কাজ করবে। আপনি বিভিন্ন জায়গায় বিচরণ করলেও, আপনার কেন্দ্রীয় ঠিকানা হিসেবে থাকবে এই একটাই প্ল্যাটফর্ম।
আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার সম্পূর্ণ আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি, লেখক র্যাংকিং আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।
সবচেয়ে বড় সুবিধা হলো: আপনার লেখক প্রোফাইল ভেরিফাইড হলে আপনি আপনার ব্যক্তিগত পেজ কিংবা ব্লগের জন্য পাবেন সম্পূর্ণ ফ্রি প্রমোশন!
অর্থাৎ, লেখালেখির ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় সব কিছু এক প্ল্যাটফর্মে।
৩. লেখক কমিউনিটি – একসাথে, এক কেন্দ্রে
আজকের দিনে লেখকরা ছড়িয়ে আছেন নানান প্ল্যাটফর্মে—কেউ ব্লগে, কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ বা পত্রিকায়। কিন্তু কেন্দ্রীয় পরিচয় না থাকায় লেখকের কাজ গুছিয়ে রাখা ও কপিরাইট সুরক্ষার ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম অর্থাৎ ই-নলেজ আইডিয়া সেই শূন্যস্থান পূরণ করছে।
এখানে হাজারো লেখক একত্রিত, কিন্তু প্রত্যেকের জন্য থাকবে একটি করে স্থায়ী, ভেরিফাইড ঠিকানা - যা সার্বজনীন স্বীকৃত ও নির্ভরযোগ্য হবে।
যেমন আপনার স্থায়ী বাড়ি যেমন একটাই থাকে, তেমনি লেখালেখির কেন্দ্রীয় পরিচয়ও থাকবে একটাই।অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে সকলেরই বিচারণ থাকবে, কিন্তু রেফারেন্স, কপিরাইট, নিজস্ব ঠিকানা হবে একটাই— এই কেন্দ্রীয় প্ল্যাটফর্ম।
আপনার কি কি প্রয়োজন?
হাজার হাজার লেখকদের হাজার হাজার ওয়েবসাইট, নিজের মতো কন্টেন্ট চুরি কিংবা তথ্যের বিকৃতি ঘটানো অথবা এত এত ওয়েবসাইটে যাওয়াও অবাস্তব একটি ব্যাপার। সেখানে একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম পুরো ধারণাটিকেই বদলে দেয়।এটি সার্বজনীন স্বীকৃত, ব্যবহৃত ও নির্ভরযোগ্য বলে চুরি করা কন্টেন্ট সরাসরি ধরা পড়বে, আর eID সেখানে রেফারেন্স ও কপিরাইট সুরক্ষা দেয়, যা নকল করা মানে মূল লেখককেই ক্রেডিট প্রদান করা।তার মানে মূল লেখকের স্বত্ব সংরক্ষিত। কত বিশাল বড় সমস্যার সমাধান হচ্ছে, ভাবা যায়?
-
✍️ প্রতিটি লেখার কপিরাইট সুরক্ষা
-
🆔 ভেরিফায়েড eID ও কেন্দ্রীয় লেখক প্রোফাইল
-
🌟 স্বীকৃতি, ব্যাজ ও লেখক র্যাংকিং
-
♻️ কেন্দ্রীয় লেখক আইডি নম্বর, অর্থাৎ নিজের স্থায়ী পরিচয়
-
📢 ভেরিফায়েড হলে নিজের পেজ/ব্লগ এর ফ্রি প্রমোশন
-
🌍 বৈশ্বিক লেখক কমিউনিটির সঙ্গে সংযোগ
আপনার করনীয় কি?
লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম 'ই-নলেজ আইডিয়া' এ এখনই লেখক প্রোফাইল তৈরি করুন, আপনার সকল লেখাগুলো প্রকাশ করুন নিজের লেখক প্রোফাইলে,নিজের পরিচয়ে!
প্রত্যেকটি লেখার জন্য পোষ্ট আইডি(eID) পাবেন।যখন অন্যান্য প্ল্যাটফর্মে এই লেখাটি প্রকাশ করবেন, তখন লেখার শেষে রেফারেন্স হিসেবে eID জুড়ে দিন এভাবে:
[মনে করুন, আপনার একটি লেখা/কন্টেন্ট এর পোষ্ট আইডি(eID) ১২৩ হয়, তাহলে লেখা/কন্টেন্ট এর শেষে রেফারেন্স দিন:
"পোষ্ট আইডি (eID) : 123
#eID_123 #enolej #enolej_idea"
এভাবে।
তবে শুধু "পোষ্ট আইডি (eID) : 123" উল্লেখ করলেও হবে।চেষ্টা করুন হ্যাশট্যাগ সহ পুরোটা উল্লেখ করতে, এতে করে হ্যাশট্যাগ এ ক্লিক করলে সোশ্যাল মিডিয়ায় আপনার লেখাগুলোর অবস্থান বুঝা যাবে।চাইলে, সোশ্যাল মিডিয়া পোষ্ট এর কমেন্ট বক্সে আপনার লেখাটির লিংক সরাসরি দিতে পারবেন।]
আর আপনার সোশ্যাল মিডিয়া (যেমন ফেসবুক,ইন্সটাগ্রাম, লিংকডইন ইত্যাদি)-র বায়ো তে কিংবা আপনার বই এ,আপনার ওয়েবসাইট এ লেখক ID নং যুক্ত করে রাখুন।
লেখক আইডি নং সঙ্গে আপনার লেখক আইডি এর লিংকও যুক্ত করলে আরও সহজেই পাঠক আপনার সংস্পর্শ পাবে।
এভাবেই ধীরে ধীরে আপনার স্বত্ব ও গুণের পরিচয় হবে সুরক্ষিত। ভাইরাল সস্তা কন্টেন্ট এর বিলুপ্তি ঘটবে, জ্ঞানপিপাসুদের সমন্বয়ে ইতিবাচক শক্তি জোড়ালো হবে।আগামী প্রজন্ম এতে আকৃষ্ট হলে সমাজের নেতিবাচক কার্যক্রমও দূর হবে।আসুন, পৃথিবীকে বদলে দিই।
ই-নলেজ আইডিয়া কেবল একটি প্ল্যাটফর্ম নয়—এটি লেখালেখির ভবিষ্যৎ।
আপনার লেখা, স্বত্ব ও গুণের পরিচয় এবং কপিরাইট সুরক্ষিত রাখতে ভেরিফাই করুন আজই!
এবং আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা!
👉 এখনই নিবন্ধন করুন: idea.enolej.com/register
ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!
আপনার পরিচয়, আপনার ঠিকানা।