Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

Enolej Idea তে কিভাবে লেখা প্রকাশ করবেন? [Full Guideline]

0 পছন্দ 0 অপছন্দ
484 বার প্রদর্শিত

গাইডলাইন

লেখক: Enolej Official Team | সিরিজ আইডি: #30 | পর্ব নং: 2
করেছেন (51 পয়েন্ট)   06 মে "আইডিয়া নোটিশ বোর্ড" বিভাগে লেখা প্রকাশিত
info_outline
করেছেন 10 ডিসেম্বর সম্পাদিত

পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

হ্যালো লেখকবাসী, 
আপনাদের সবার প্রিয় ই-নলেজ আপনাদের জন্য এনেছে লেখা প্রকাশ করার অনন্য একটি প্ল্যাটফর্ম যার নাম "ই-নলেজ আইডিয়া" যেখানে আপনি আপনার যেকোনো ধরণের লিখা প্রকাশ করতে পারবেন আপনার মতো করে। তাই আপনার লেখাকে আরও সুন্দর করে প্রকাশ করার জন্য কিভাবে আরও সাজানো-গোছানো করে লিখা যায় সেবিষয়ে পুর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করা যাকঃ 

স্টেপঃ ১ 

আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন,তাহলে ফোনের নিচের দিকে একটি ফিক্সড মেনু রয়েছে,সেখান থেকে "লিখুন" অপশনে ক্লিক করুন।

image

অথবা,

ডেক্টটপ বা ল্যাপটপ ডিভাইস হলে আপনার স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করবেন একটা Main Menu রয়েছে সেখানে থেকে "লিখুন" অপশনে ক্লিক করুন! 

image


স্টেপঃ ২
এরপর আপনার কাছে লেখার কিছু ফিল্ডসহ নিচের স্ক্রিনশটের মতো একটা পেজ ওপেন হয়ে যাবে। 
image


এখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে যে আপনার লিখা কিরকম হওয়া উচিত ও আপনার লেখা কি কি Requirements মানলে লেখাটি ই-নলেজ আইডিয়াতে প্রকাশ হওয়ার যোগ্যতা রাখে। তাই লিখার আগে আপনার এই অংশটি খুব ভালোভাবে পড়ে নিবেন অবশ্যই। 



স্টেপঃ ৩


এই অংশ থেকে আপনার লিখার কাজ শুরু হবে। একটু নিচে গেলেই দেখতে পারবেন নিচের স্ক্রিনশটের মতো একটা ফাকা বক্স আছে। এখানে আপনার লেখার শিরোনাম বা টাইটেল দিতে হবে। এই শিরোনাম বা টাইটেল দেখেই যেন পাঠকরা খুব ভালো ভাবে বুঝতে পারে আপনার লেখাটি কি সম্পর্কে। তাই এই শিরোনাম বা টাইটেল লিখায় আপনি আপনার যত ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন আপনার লেখা ততই পাঠকদের পড়ার জন্য আকর্ষণ করবে। 
image

যেমন আমি আমার একটার লিখার টাইটেল দিয়ে উদাহরণ দিচ্ছি আপনার লিখার শিরোনাম বা টাইটেল কিরকম হওয়ার উচিতঃ


image



স্টেপঃ ৪

টাইটেল বা শিরোনাম লিখা শেষ হলে পরের কাজ হলো "বিভাগ নির্বাচন করা"। টাইটেল বা শিরোনাম লিখার বক্সের নিচেই পেয়ে যাবেন এই বিভাগ নির্বাচন করার বক্স। নিচের স্ক্রিনশট দেখুন। 
image

এই বক্সের উপর ক্লিক করলে আপনার সামনে বেশ কিছু বিভাগ বা ক্যাটেগরি চলে আসবে। আপনার লিখাটি কোন ক্যাটেগরির মধ্যে পড়ে সেই অনুযায়ী পারফেক্ট বা সব থেকে কাছাকছি যে বিভাগ আছে সেটি সিলেক্ট করবেন। 


image


উল্লেখ্য, এখানে একটি ক্যাটেগরি বা বিভাগের মধ্যে এক বা একাধিক সাব-ক্যাটেগরি বা উপবিভাগ থাকতে পারে। একটা বিভাগ সিলেক্ট করার পর ঐ বিভাগের উপরে আরও কোনো উপ-বিভাগ থাকলে সেটির নিচে তা শো করবে, পরে যদি সেখানে আপনার লিখা অনুযায়ী কাছের কোনো উপ-বিভাগ থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন নাহলে যেরকম আছে ঐরকম রেখে দিবেন। তবে আপনাকে মেইন একটি বিভাগ অবশ্যই সিলেক্ট করতে হবে। উপ-বিভাগ সিলেক্ট করা আপনার ইচ্ছা। 


যেমন আমার একটা লিখা অনুযায়ী সব থেকে কাছের যে বিভাগ সেটি সিলেক্ট করেছিঃ
image




স্টেপঃ ৫

এই স্টেপে দেখবেন বিভাগ নির্বাচন করার বক্সের নিচে কিছু আর্টিকেলের টাইটেল বা শিরোনাম এসেছে যেগুলো ই-নলেজ আইডিয়াতে আগে থেকেই প্রকাশিত করা আছে। তাই আপনার লিখাটির টপিক আগেই কেউ কাভার করেছে কিনা অথবা আপনার লিখাটির টাইটেল কোনো লিখার সাথে মিলে যাচ্ছে কিনা যেটার কারণে পাঠকরা কনফিউজ হয়ে যেতে পারে এই বিষয়টা লক্ষ্য করুন।
image


যদি আপনার লিখাটির টপিক আগেই কেউ কাভার করে থাকে তাহলে সেটা আর নতুন করে না লিখারই চেষ্টা করবেন আর যদি মনে করেন শিরোনাম বা টাইটেল একই হলে দুইটা আলাদা আলাদা টপিক তাহলে আপনার শিরোনাম বা টাইটেলে কিছু পরিবর্তন আনুন যেটা দেখে মনে হয় দুইটা আলাদা আলদা টপিক। 



স্টেপঃ ৬

এই স্টেপটি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনার লিখার বিস্তারিত লিখবেন। 
image

এখানে আপনার লিখাটির বিস্তারিত লিখবেন তো অবশ্যই তবে আপনার লেখা আরও সুন্দর আর আকর্ষণীয় করার জন্য এই বক্সের উপরের দিকে দেখবেন কিছু আইকন রয়েছে। আইকন গুলো প্রতিটিই আলাদা আলাদা কাজের জন্য। কোন আইকনের কাজ কি কি সেটা আলাদা করে এখানে আর না বলি, এর থেকে বরং আপনি নিজেই একবার ট্রায়াল দিয়ে দেখবেন আশা করি খুব সহজেই বুঝে যাবে। যদি এরপরেও কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। 




স্টেপঃ ৭


আপনার লেখাকে আরও আকর্ষণীর করতে লেখার ইমেজ যুক্ত করা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি শুধু আপনার লেখার সৌন্দর্য্যই বৃদ্ধি করে না বরং আপনার লেখার মানও অনেক বৃদ্ধি করে। তাই আপনার লিখার কোথায় ইমেজটি বসাতে চান সেখানে আগে আপনার Cursor বা এডিটরের ইন্ডিকেটর নিয়ে রাখবেন তারপর নিচের অপশটিতে ক্লিক করে আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনার লিখার মধ্যে ইমেজটি প্রদর্শীত হচ্ছে। আপনার লেখার প্রয়োজনে লিখার এক বা একাধিক ইমেজ যুক্ত করতে পারবেন।

image


স্টেপঃ ৮

এখানে আপনার করার কিছুই নেই, আপনার লিখাটি পাবলিশ হওয়ার পর কিরকম ভাবে দেখাবে সেটার একটা প্রিভিউ পাবেন এখানে। আপনার লিখাটি ঠিকঠাক ভাবে ফরমেট করতে পেরেছেন কিনা বার আপনার মতো করে সাজাতে পেরেছেন কিনা সেটা এই প্রিভিউ দেখে বুঝতে পারবেন। image



স্টেপঃ ৯

অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেপ হচ্ছে এটি। এই স্টেপে আপনাকে আপনার লেখাটি প্রথম কোথায় প্রকাশ করেছেন, সেই সোর্স এর আর্কাইভ লিংক দিতে হবে। আপনার লেখার উৎস দেওয়া সম্পর্কে কিছু গাইডলাইনও দেওয়া আছে সেই অনুযায়ী সোর্স উল্লেখ করে দিবেন।

তবে, যদি কোনো সোর্স না থাকে, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশ করে থাকেন, তাহলে লিখে দিন "নিজস্ব আইডিয়া"।
image



স্টেপঃ ১০ 


এরপর আপনার লেখার সাথে প্রাসঙ্গিক কিছু ট্যাগ দিতে হবে। এখানে কমপক্ষে একটি ট্যাগ বা তকমা দিতে হবে। যদি আপনি এখানে প্রাসঙ্গিক ট্যাগ দেন তাহলে পাঠক আপনার লেখাটি আরও অনেক সহজে খুজে পেতে পারে, এতে আপনারই লাভ।
image


যেমন আমি আপনার একটি লিখায় প্রাসঙ্গিক কিছু ট্যাগ যুক্ত করার উদাহরণ দিচ্ছিঃ 
image



স্টেপঃ ১১

তকমা বা ট্যাগ যুক্ত করার বক্সের নিচে দেখবেন আপনার ইমেল অ্যাড্রেসসহ নিচের স্ক্রিনশটের মতো একটা চেকবক্স অপশন রয়েছে। 
image



এই অপশটি ডিফল্টভাবেই টিকমার্ক করা থাকে। এটা যদি টিকমার্ক করা থাকে তাহলে আপনার পোস্টে যদি কেউ কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করে তাহলে আপনি একটি মেইল পাবেন। অর্থাৎ আপনার লেখাটিতে কেউ কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করলে খুব সহজেই জানতে পারবেন। যদি আপনি মেইল না চান তাহলে এই টিকমার্কটি উঠিয়ে নিতে পারেন।



স্টেপঃ ১২


এটাই আপনার ফাইনাল স্টেপ আর এই স্টেপে আপনার কাজ হলো আপনি যা যা করেছেন এতক্ষণ ধরে তা একবার রিভাইজ করা ও সব কিছু ঠিকঠাক থাকলে "ব্লগটি প্রকাশ করুন" বাটনে ক্লিক করা।
image

এই বাটনে ক্লিক করলেই আপনার লেখাটি প্রকাশিত হয়ে যাবে ই-নলেজ আইডিয়াতে। 


এই ছিলো ই-নলেজ আইডিয়াতে আপনার লেখা পাবলিশ করার পুরো প্রসেস বা গাইডলাইন। আশা করি খুব ভালোভাবেই শিখে গেছেন কিভাবে কি করতে হবে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে জানাতে পারেন কোনো সমস্যা নেই।

তাহলে এক্ষুনি আপনার লেখা পাবলিশ করুন, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা!!!


ধন্যবাদান্তে,

আব্দুল্লাহ আল মাসুদ,

সমন্বয়ক, ই-নলেজ।

আমি আব্দুল্লাহ আল মাসুদ, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 বছর 3 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 2 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 51। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
Enolej ID(eID): 983
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

1 প্রতিক্রিয়া

0 পছন্দ 0 অপছন্দ
সুন্দরভাবে গাইড লাইন দেওয়ার জন্য ধন্যবাদ 
করেছেন (2,801 পয়েন্ট)   29 নভেম্বর প্রতিক্রিয়া প্রদান

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
“জ্ঞানের মশাল এখন হাতের মুঠোয়” যখন পুরো বিশ্ব ছুটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর পেছনে, তখন Enolej ফিরে আসছে মানুষের প্রকৃত প্রয়োজনের কাছে— সহজ, প্রাসঙ্গিক, এবং বিশ্বাসযোগ্য জ্ঞান। Enolej-এর শুর[...] বিস্তারিত পড়ুন...
127 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ই-নলেজ পরিবারের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা õ[...] বিস্তারিত পড়ুন...
80 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ফ্রিল্যান্সিং একটি আকর্ষণীয় ক্যারিয়ার চয়েজ, যা আপনাকে পৃথিবীর যে কোনো স্থান থেকে কাজ করার সুযোগ প্রদান করে। গত কয়েক বছরে, ফ্রিল্যান্সিং বিশ্বব্যাপী ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশে�[...] বিস্তারিত পড়ুন...
120 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
  অনেকেই জিজ্ঞাসা করেছেন, ই-নলেজ এর লগোতে লাল বৃত্তটির দ্বারা কি বুঝায়? এর পেছনেও রয়&#[...] বিস্তারিত পড়ুন...
141 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
ই-নলেজ আইডিয়ায় আপনি নিজের লেখক প্রোফাইল তৈরি করে যেকোনো বিষয়ের উপর লিখতে পারেন। প্রতিটি লেখা থাকবে ইউনিক আইডি সহ, ইন্টারনেটে সার্চ করেও সহজে খুঁজে পাওয়া যাবে। পাবেন ব্যাজ, পয়েন্ট ও স্বীকৃতি—যা লেখক হিসেবে গড়ে তুলবে আপনার পরিচয়। এই প্ল্যাটফর্মে প্রতিভাবানরা একত্রিত হন, আর আপনি হয়ে উঠতে পারেন তাঁদের একজন। নিজের লেখাকে রাখুন নিজের নামে, নিজের প্রোফাইলে—চিরস্থায়ীভাবে।
  1. প্রিন্স ফ্রেরাসে

    2481 পয়েন্ট

    2 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    123 টি আইডিয়া ব্লগ

  2. আল-মামুন রেজা

    1832 পয়েন্ট

    11 টি প্রতিক্রিয়া

    6 মন্তব্য

    90 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    1656 পয়েন্ট

    37 টি প্রতিক্রিয়া

    8 মন্তব্য

    81 টি আইডিয়া ব্লগ

  4. মোহাম্মদ জাহিদ হোসেন

    1585 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    17 মন্তব্য

    78 টি আইডিয়া ব্লগ

...