হ্যালো লেখকবাসী,
আপনাদের সবার প্রিয় ই-নলেজ আপনাদের জন্য এনেছে লেখা প্রকাশ করার অনন্য একটি প্ল্যাটফর্ম যার নাম "ই-নলেজ আইডিয়া" যেখানে আপনি আপনার যেকোনো ধরণের লিখা প্রকাশ করতে পারবেন আপনার মতো করে। তাই আপনার লেখাকে আরও সুন্দর করে প্রকাশ করার জন্য কিভাবে আরও সাজানো-গোছানো করে লিখা যায় সেবিষয়ে পুর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করা যাকঃ
স্টেপঃ ১
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন,তাহলে ফোনের নিচের দিকে একটি ফিক্সড মেনু রয়েছে,সেখান থেকে "লিখুন" অপশনে ক্লিক করুন।
অথবা,
ডেক্টটপ বা ল্যাপটপ ডিভাইস হলে আপনার স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করবেন একটা Main Menu রয়েছে সেখানে থেকে "লিখুন" অপশনে ক্লিক করুন!
স্টেপঃ ২
এরপর আপনার কাছে লেখার কিছু ফিল্ডসহ নিচের স্ক্রিনশটের মতো একটা পেজ ওপেন হয়ে যাবে।
এখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে যে আপনার লিখা কিরকম হওয়া উচিত ও আপনার লেখা কি কি Requirements মানলে লেখাটি ই-নলেজ আইডিয়াতে প্রকাশ হওয়ার যোগ্যতা রাখে। তাই লিখার আগে আপনার এই অংশটি খুব ভালোভাবে পড়ে নিবেন অবশ্যই।
স্টেপঃ ৩
এই অংশ থেকে আপনার লিখার কাজ শুরু হবে। একটু নিচে গেলেই দেখতে পারবেন নিচের স্ক্রিনশটের মতো একটা ফাকা বক্স আছে। এখানে আপনার লেখার শিরোনাম বা টাইটেল দিতে হবে। এই শিরোনাম বা টাইটেল দেখেই যেন পাঠকরা খুব ভালো ভাবে বুঝতে পারে আপনার লেখাটি কি সম্পর্কে। তাই এই শিরোনাম বা টাইটেল লিখায় আপনি আপনার যত ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন আপনার লেখা ততই পাঠকদের পড়ার জন্য আকর্ষণ করবে।
যেমন আমি আমার একটার লিখার টাইটেল দিয়ে উদাহরণ দিচ্ছি আপনার লিখার শিরোনাম বা টাইটেল কিরকম হওয়ার উচিতঃ
স্টেপঃ ৪
টাইটেল বা শিরোনাম লিখা শেষ হলে পরের কাজ হলো "বিভাগ নির্বাচন করা"। টাইটেল বা শিরোনাম লিখার বক্সের নিচেই পেয়ে যাবেন এই বিভাগ নির্বাচন করার বক্স। নিচের স্ক্রিনশট দেখুন।
এই বক্সের উপর ক্লিক করলে আপনার সামনে বেশ কিছু বিভাগ বা ক্যাটেগরি চলে আসবে। আপনার লিখাটি কোন ক্যাটেগরির মধ্যে পড়ে সেই অনুযায়ী পারফেক্ট বা সব থেকে কাছাকছি যে বিভাগ আছে সেটি সিলেক্ট করবেন।
উল্লেখ্য, এখানে একটি ক্যাটেগরি বা বিভাগের মধ্যে এক বা একাধিক সাব-ক্যাটেগরি বা উপবিভাগ থাকতে পারে। একটা বিভাগ সিলেক্ট করার পর ঐ বিভাগের উপরে আরও কোনো উপ-বিভাগ থাকলে সেটির নিচে তা শো করবে, পরে যদি সেখানে আপনার লিখা অনুযায়ী কাছের কোনো উপ-বিভাগ থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন নাহলে যেরকম আছে ঐরকম রেখে দিবেন। তবে আপনাকে মেইন একটি বিভাগ অবশ্যই সিলেক্ট করতে হবে। উপ-বিভাগ সিলেক্ট করা আপনার ইচ্ছা।
যেমন আমার একটা লিখা অনুযায়ী সব থেকে কাছের যে বিভাগ সেটি সিলেক্ট করেছিঃ
স্টেপঃ ৫
এই স্টেপে দেখবেন বিভাগ নির্বাচন করার বক্সের নিচে কিছু আর্টিকেলের টাইটেল বা শিরোনাম এসেছে যেগুলো ই-নলেজ আইডিয়াতে আগে থেকেই প্রকাশিত করা আছে। তাই আপনার লিখাটির টপিক আগেই কেউ কাভার করেছে কিনা অথবা আপনার লিখাটির টাইটেল কোনো লিখার সাথে মিলে যাচ্ছে কিনা যেটার কারণে পাঠকরা কনফিউজ হয়ে যেতে পারে এই বিষয়টা লক্ষ্য করুন।
যদি আপনার লিখাটির টপিক আগেই কেউ কাভার করে থাকে তাহলে সেটা আর নতুন করে না লিখারই চেষ্টা করবেন আর যদি মনে করেন শিরোনাম বা টাইটেল একই হলে দুইটা আলাদা আলাদা টপিক তাহলে আপনার শিরোনাম বা টাইটেলে কিছু পরিবর্তন আনুন যেটা দেখে মনে হয় দুইটা আলাদা আলদা টপিক।
স্টেপঃ ৬
এই স্টেপটি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনার লিখার বিস্তারিত লিখবেন।
এখানে আপনার লিখাটির বিস্তারিত লিখবেন তো অবশ্যই তবে আপনার লেখা আরও সুন্দর আর আকর্ষণীয় করার জন্য এই বক্সের উপরের দিকে দেখবেন কিছু আইকন রয়েছে। আইকন গুলো প্রতিটিই আলাদা আলাদা কাজের জন্য। কোন আইকনের কাজ কি কি সেটা আলাদা করে এখানে আর না বলি, এর থেকে বরং আপনি নিজেই একবার ট্রায়াল দিয়ে দেখবেন আশা করি খুব সহজেই বুঝে যাবে। যদি এরপরেও কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।
স্টেপঃ ৭
আপনার লেখাকে আরও আকর্ষণীর করতে লেখার ইমেজ যুক্ত করা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি শুধু আপনার লেখার সৌন্দর্য্যই বৃদ্ধি করে না বরং আপনার লেখার মানও অনেক বৃদ্ধি করে। তাই আপনার লিখার কোথায় ইমেজটি বসাতে চান সেখানে আগে আপনার Cursor বা এডিটরের ইন্ডিকেটর নিয়ে রাখবেন তারপর নিচের অপশটিতে ক্লিক করে আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনার লিখার মধ্যে ইমেজটি প্রদর্শীত হচ্ছে। আপনার লেখার প্রয়োজনে লিখার এক বা একাধিক ইমেজ যুক্ত করতে পারবেন।
স্টেপঃ ৮
এখানে আপনার করার কিছুই নেই, আপনার লিখাটি পাবলিশ হওয়ার পর কিরকম ভাবে দেখাবে সেটার একটা প্রিভিউ পাবেন এখানে। আপনার লিখাটি ঠিকঠাক ভাবে ফরমেট করতে পেরেছেন কিনা বার আপনার মতো করে সাজাতে পেরেছেন কিনা সেটা এই প্রিভিউ দেখে বুঝতে পারবেন।
স্টেপঃ ৯
অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেপ হচ্ছে এটি। এই স্টেপে আপনাকে আপনার লেখাটি প্রথম কোথায় প্রকাশ করেছেন, সেই সোর্স এর আর্কাইভ লিংক দিতে হবে। আপনার লেখার উৎস দেওয়া সম্পর্কে কিছু গাইডলাইনও দেওয়া আছে সেই অনুযায়ী সোর্স উল্লেখ করে দিবেন।
তবে, যদি কোনো সোর্স না থাকে, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশ করে থাকেন, তাহলে লিখে দিন "নিজস্ব আইডিয়া"।
স্টেপঃ ১০
এরপর আপনার লেখার সাথে প্রাসঙ্গিক কিছু ট্যাগ দিতে হবে। এখানে কমপক্ষে একটি ট্যাগ বা তকমা দিতে হবে। যদি আপনি এখানে প্রাসঙ্গিক ট্যাগ দেন তাহলে পাঠক আপনার লেখাটি আরও অনেক সহজে খুজে পেতে পারে, এতে আপনারই লাভ।
যেমন আমি আপনার একটি লিখায় প্রাসঙ্গিক কিছু ট্যাগ যুক্ত করার উদাহরণ দিচ্ছিঃ
স্টেপঃ ১১
তকমা বা ট্যাগ যুক্ত করার বক্সের নিচে দেখবেন আপনার ইমেল অ্যাড্রেসসহ নিচের স্ক্রিনশটের মতো একটা চেকবক্স অপশন রয়েছে।
এই অপশটি ডিফল্টভাবেই টিকমার্ক করা থাকে। এটা যদি টিকমার্ক করা থাকে তাহলে আপনার পোস্টে যদি কেউ কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করে তাহলে আপনি একটি মেইল পাবেন। অর্থাৎ আপনার লেখাটিতে কেউ কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করলে খুব সহজেই জানতে পারবেন। যদি আপনি মেইল না চান তাহলে এই টিকমার্কটি উঠিয়ে নিতে পারেন।
স্টেপঃ ১২
এটাই আপনার ফাইনাল স্টেপ আর এই স্টেপে আপনার কাজ হলো আপনি যা যা করেছেন এতক্ষণ ধরে তা একবার রিভাইজ করা ও সব কিছু ঠিকঠাক থাকলে "ব্লগটি প্রকাশ করুন" বাটনে ক্লিক করা।
এই বাটনে ক্লিক করলেই আপনার লেখাটি প্রকাশিত হয়ে যাবে ই-নলেজ আইডিয়াতে।
এই ছিলো ই-নলেজ আইডিয়াতে আপনার লেখা পাবলিশ করার পুরো প্রসেস বা গাইডলাইন। আশা করি খুব ভালোভাবেই শিখে গেছেন কিভাবে কি করতে হবে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে জানাতে পারেন কোনো সমস্যা নেই।
তাহলে এক্ষুনি আপনার লেখা পাবলিশ করুন, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা!!!
ধন্যবাদান্তে,
আব্দুল্লাহ আল মাসুদ,
সমন্বয়ক, ই-নলেজ।