Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

লেখকঃ আল-মামুন রেজা(প্রতিভাবান)

বিশ্বাসযোগ্যতা → যাচাইকৃত
ই-নলেজ আইডি নাম্বার:
104236
লেখক নাম: আল-মামুন রেজা
অনুসারী:
3 জন
আমি লেখক হয়েছি 3 মাস (since 20 সেপ্টেম্বর)
লেখকের ধরণ সমন্বয়ক
অতিরিক্ত ক্ষমতাঃ ★ লেখালেখি ও ইতিবাচক পরিবর্তনের অংশীদার হওয়া
★ ব্লগে ভোট প্রদান করা
★ যে কোন ব্লগকে পূনঃরায় বিভাগ বন্টন করা
★ যে কোন ব্লগ সম্পাদনা করা
★ যে কোন প্রতিক্রিয়া সম্পাদনা  করা
★ যে কোন মন্তব্য সম্পাদনা করা
★ যে কোন ব্লগের  জন্য প্রতিক্রিয়া নির্বাচন করা
★ পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান করা
★ যে কোন ব্লগ , প্রতিক্রিয়া কিংবা মন্তব্য প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা
আমার পূর্ণ নাম: আব্দুল্লাহ আল মামুন
লিঙ্গ: ছেলে
পেশা: লেখক,প্রাইভেট শিক্ষক,গ্রাফিক্স ডিজাইনার।
আমার বর্তমান অবস্থান: ঝাউদিয়া ইউনিয়ন, ইবি থানা, কুষ্টিয়া জেলা
প্রিয় উক্তি: আমি দু দিনের এক নিছক লেখক কিংবা কবি।লেখার মাঝে ফুটিয়ে তুলে বাস্তবতার প্রতিচ্ছবি।
প্রোফাইল লিংক কপি হয়েছে
কুয়েরি প্রোফাইল:

📚 লেখকের সিরিজ (6টি)

ছন্দ কথন (কবিতাংশ) পর্ব: 39 প্রথম পর্ব
প্রতিক্রিয়া: 0ভিউ: 685সর্বশেষ: 24 Dec, 2025
ইসলামিক কবিতার সমাহার পর্ব: 6 প্রথম পর্ব
প্রতিক্রিয়া: 1ভিউ: 190সর্বশেষ: 06 Dec, 2025
ছোট গল্প সিরিজ পর্ব: 9 প্রথম পর্ব
প্রতিক্রিয়া: 1ভিউ: 252সর্বশেষ: 14 Dec, 2025
আমার কবিতা সমগ্র পর্ব: 30 প্রথম পর্ব
প্রতিক্রিয়া: 3ভিউ: 987সর্বশেষ: 17 Dec, 2025
সাহিত্যের নিয়মনীতি পর্ব: 4 প্রথম পর্ব
প্রতিক্রিয়া: 0ভিউ: 65সর্বশেষ: 28 Nov, 2025
Educational Information(শিক্ষামূলক তথ্যসমূহ) পর্ব: 3 প্রথম পর্ব
প্রতিক্রিয়া: 0ভিউ: 84সর্বশেষ: 03 Dec, 2025

আল-মামুন রেজা এর কার্যক্রম

স্কোরঃ 2,801 পয়েন্ট(লেখক র‍্যাংক # 3 )
মর্যাদাঃ (প্রতিভাবান)
ব্লগঃ 137
প্রতিক্রিয়াঃ 25
মন্তব্যসমূহঃ 14
ভোট দিয়েছেনঃ 0 টি ব্লগ, 0 টি প্রতিক্রিয়া
দান করেছেন: 0 সম্মত ভোট, 0 অসম্মত ভোট
প্রাপ্তঃ 0 সম্মত ভোট, 0 অসম্মত ভোট
প্রশ্ন মোট বাম্প করেছেন: 0
প্রশ্ন মোট পিন করেছেন 0

আল-মামুন রেজা এর সময়ক্রম

প্রিয় অথিতি, এই সময়ক্রমে পোস্ট করতে চাইলে দয়া করে প্রবেশ করুন কিংবা নিবন্ধন করুন
ছন্দ কথন-২৯

কিছুটা এগোলেই দেখবে আমার পায়ের সেই ছাপ।
আমি ততোটুকুই হেঁটেছিলাম যতটুকু হাঁটায় নেই কোন পাপ।

আল মামুন রেজা
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
ছন্দ কথন-২৮


ঈমানের পথ কাঁটায় ভরা
ফুল বিছানো নয়
জেনেছি যখন ধৈর্য তখন
দাওগো দয়াময়।

আল-মামুন রেজা
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
ছন্দ কথন-২৭

সবাই শুধু সুখ টুকু চাই
দুঃখ কে পাই ভয়,
কিন্তু কভু রংধনু কি
বৃষ্টি বিনে হয়..?


আল-মামুন রেজা
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
ছন্দ কথন-২৬

সুখের খোজে ছুটছে মানুষ,
সুখ যে ভীষণ দামী -
ঘরে ফেরার পথে সবাই
দুঃখ কিনে আনি।

 আল-মামুন রেজা।
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
ছন্দ কথন -২৫

তুমি খুঁজবে বলেই
হারিয়ে যেতে সাহস পাই-
তুমি বোঝাবে বলেই-
নিজেকেও আমি ভুলে যায়!

আল-মামুন রেজা
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
আনুগল্প-০২
আসুন না একটু চিন্তা করি


আচ্ছা, আমারা কি কখনো চিন্তা করি..?
হ্যা,করিতো....কিন্তু, কি নিয়ে চিন্তা করি...??আমরা চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে।কীভাবে আমরা বড় হব, ধনবান হব,কি করব না করব। চিন্তা করি আমাদের দুঃখ কষ্ট নিয়ে।তবে,এই দুঃখ কষ্ট লাঘবের চিন্তা কেউ করি কি...?
তাহলে,শুনুন...আমরা যে ভবিষ্যৎতে বড় হওয়ার জন্যে আজকের দিনটা কে নষ্ট করে ফেললাম।কীভাবে...? হ্যা,সেটাও বলছি....আমরা যে আজকে বেঁচে আছি আর আগামীকাল বেঁচে থাকব তার কি কোন নিশ্চয়তা আছে কি? না নেই..... তাহলে এবার ভাবুন..

আজকে আমদের যাদের জীবণে সকাল গড়িয়ে দুপুর এসেছে, দুপুর গড়িয়ে বিকেল এসেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা আসছে-তারা কি একটি বারও চিন্তা করেছি আমাদের সারাদিনে সফলতা-ব্যর্থতাকে নিয়ে?

আজকের দিনের জন্য সফল তো সেই ব্যক্তিই, যে ফজর, যহর, আসর, মাগরিব নামাজ শেষ করতে পেরেছে এবং এশার জন্য অপেক্ষা করছে। সফল তো সেই ব্যক্তি, যার মিথ্যা বলার প্রয়োজন হয়নি বা বলে নাই, যাকে অন্যকে ঠকানোর কর্মসূচী হাতে নিতে হয় নাই, যাকে অন্যকে তার জিহ্বা বা হস্তদ্বয় দিয়ে প্রহার করার প্রয়োজন হয় নাই, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতে হয় নাই, যার অসৎ পথে আয় করতে ব্যস্ত থাকতে হয় নাই, এবং যে সারা দিনের ভুল-ত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে অনুশোচনা করতে পেরেছে।

অপরদিকে ব্যর্থ বা হতভাগা তো সে বা তারাই, যার সারা দিনে হাজারটা কাজের ইচ্ছা ও সময় থাকে কিন্তু শুধু সময় বা ইচ্ছা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। যারা অকাজে সময় ব্যয় করেছে।

যে আমার আপনার এবং এই পৃথিবীর সমস্ত প্রানীর রিযিকের ব্যবস্তা করেছেন তার নিকট কি একবার ও শুকরিয়া আদায় করেছি কি...?অনকের সঠিক উত্তর আসবে, না।
আসলে সেই সময় আমরা পাই না।পাই না বললে ভুল হবে আসলে সময় বের করতে পারিনা। কিন্তু,সারাদিন বিনোদন,তামাশা,অপকর্মে ঠিকই সময় ব্যায় করছি...?

অসৎ পথ অবলম্বন করে যারা নিজেকে সুখী ও ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করে, তারা কখনই বুঝতে পারে না, তারা আসলে চিরস্থায়ী অসুখী ও ক্ষমতাহীন। তারা যদি একটিবার উপলব্ধি করতে পারত তারা আসলে কোথায় তলিয়ে যাচ্ছে, তাহলে আর এ মরিচিকাময় সুখ বা ক্ষমতার পেছনে কখনই তারা দৌঁড়াতো না।আমাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য কি কখনো ঐ মহান সৃষ্টিকর্তার নিকট সাহায্য প্রার্থনা করি??
আবার এইসব কষ্ট প্রেসানির জন্যে নিজের ভাগ্য কে দোষারোপ করি,আফসোস ঠিকই করি,আল্লাহর উপর খুব্ধ হই।
এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো হবে না, কেউ কাওকে মূল্য দিবে না। আমরা কারো জন্যে কাদলেও কেউ সেই চোখের পানির মূল্য দিবে না, কিন্তু,আল্লাহর নিকট কাঁদলে সে কাউকে ইনশাল্লাহ ফিরিয়ে দেবে না।আমরা সেটা জানি আর জানার পরেও কাজটা করিনা অবহেলা করে যায়।
শুধু কষ্টে পতিত হলেই কেবল কিছু সময়ের জন্য তাকে স্বরণ করি, বিপদ কেটে গেলেই আবার সবাই তাকে ভুলে যায়।বিপথে চলতে থাকি।
আমরা মানুষেরা সামন্য দুদিনের দুনিয়াতে যদি এতো দুঃখ,কষ্ট পাই,তাহলে যে পরকালের ধ্বংস আমরা নিজেরাই ডেকে আনছি সেই কষ্ট সহ্য হবে কীভাবে...???
তাই দুনিয়ায় থেকে আখিরাতের কথা বেশি চিন্তা করা উচিৎ ।শান্তি এনে দিবেন 'আল্লাহ '।

তাই আসুন, এখনও সময় আছে সৃষ্টিকর্তার তওবার দরজায় লুটিয়ে পড়ার। যথেষ্ট হয়েছে, আর নয়,! আল্লাহর ক্রোধ আর বাড়াতে চাই না!! আল্লাহর দরবারে তওবার মাধ্যমে ফিরে আসার সুযোগ আছে।আল্লাহ আমাদেরকে সৎ ও সঠিক পথে চলার তৌফিক দান করুন!

।(আমিন)

লেখক: আল-মামুন রেজা
১৬-০১-২০২০
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
ছন্দ কথন-২৪

একটা আমি নগদে নয়
সুখ কিনেছি ধারে।
সবাই দেখি সস্তা প্রেমিক
হিসেব মিলে নারে।

আল-মামুন রেজা
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
ছন্দ কথন-২৩

সন্তুষ্ট,তৃপ্ত থাকতে পারা যার নিত্য দিনের স্বভাব।
বলো তার কোন কিছুর কি থাকতে পারে অভাব.?


আল-মামুন রেজা
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
ছন্দ কথন-২২

বন্ধুত্ব হোক তার সাথে,,
আজও যে রাত জেগে
আমার আশায় বসে আছে।
আমার ভাবনায় মগ্ন থাকে যে রোজ,,
চাঁদের কাছে রাতের কাছে
যে আমার নিত্য নেয় খোঁজ।
আমায় না পেয়ে বিনিদ্র রাত,যার হয় সঙ্গী
তার সাথেই হোক আমার
আজীবনের আমৃত্যু সন্ধি

আল-মামুন রেজা
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর
ছন্দ কথন-২১

কাঠ গোলাপের সাদার মতো শুভ্র যাহার মন-
তাহার তরে করতে রাজি এ হৃদয় সমর্পণ।

আল-মামুন রেজা
করেছেন আল-মামুন রেজা   22 সেপ্টেম্বর

ব্যাজসমূহ

ব্রোঞ্জ

যাচাইকৃত লেখক x 1
আলোকজাতীয় x 1
100 ক্লাব x 1
উদীয়মান লেখক x 1
পড়ুয়া x 1
পর্যালোচক x 1
চমৎকার পাঠক x 1
উদীয়মান পরিদর্শক x 1
মনোযোগী x 1
উদীয়মান পাঠক x 1
নিয়মিত x 1

রূপা

প্রতিভাবান লেখক x 1
জ্ঞানপিপাসু পড়ুয়া x 1
1,000 ক্লাব x 1
যোগ্য পাঠক x 1
যত্নশীল পর্যালোচক x 1

সোনা

জ্ঞানী লেখক x 1
প্রবীণ পাঠক x 1
আদর্শ পড়ুয়া x 1
ই-নলেজ আইডিয়ায় আপনি নিজের লেখক প্রোফাইল তৈরি করে যেকোনো বিষয়ের উপর লিখতে পারেন। প্রতিটি লেখা থাকবে ইউনিক আইডি সহ, ইন্টারনেটে সার্চ করেও সহজে খুঁজে পাওয়া যাবে। পাবেন ব্যাজ, পয়েন্ট ও স্বীকৃতি—যা লেখক হিসেবে গড়ে তুলবে আপনার পরিচয়। এই প্ল্যাটফর্মে প্রতিভাবানরা একত্রিত হন, আর আপনি হয়ে উঠতে পারেন তাঁদের একজন। নিজের লেখাকে রাখুন নিজের নামে, নিজের প্রোফাইলে—চিরস্থায়ীভাবে।
  1. প্রিন্স ফ্রেরাসে

    2481 পয়েন্ট

    2 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    123 টি আইডিয়া ব্লগ

  2. আল-মামুন রেজা

    1832 পয়েন্ট

    11 টি প্রতিক্রিয়া

    6 মন্তব্য

    90 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    1656 পয়েন্ট

    37 টি প্রতিক্রিয়া

    8 মন্তব্য

    81 টি আইডিয়া ব্লগ

  4. মোহাম্মদ জাহিদ হোসেন

    1585 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    17 মন্তব্য

    78 টি আইডিয়া ব্লগ

...