ভুলে থাকার মন্ত্র খুঁজি
রফিক আতা
যদি মনে পড়ে, যদি হৃদে জাগে—
অভিমান ভুলে এসো আগে বেড়ে।
এই বর্ষাতে, এই খরস্রোতে,
ভিজে নিই—আর ভেসে যাই।
নিষ্ঠুর এই সময়, নদীর পারাপারে
ভুলব বলিয়া আর হল না ভোলা।
বরং আজ হয়েছি আপন-ভোলা,
বারংবার হয়েছি আত্মভোলা।
কতবার করেছি স্বীয় ওয়াদা—
হাঁটব না আর এই রাস্তায়, খোদা।
অথচ ওয়াদার সেই বিকেলেই
হয়ে গেছি অনিয়মি, বে-ওয়াফা।
জানা নেই কখনো তোমায় ভুলব কি,
জানা নেই আবার আলো জ্বলবে কি।
বাতলে দাও না আমাকে সে মন্ত্রটি—
যে মন্ত্র জপলে ভুলে যাই সবই।
ভুলে থাকার মন্ত্র খুঁজি, অথচ এদিকে
অভিমান ভুলতে তোমাকেই সুধি।
ভুলে যাওয়ার মন্ত্র জপি, অথচ এদিকে
বর্ষা আর খরস্রোতার দাওয়াত সাধি।
জানি না—এই পাগলামির মানে কী?
মন বলে—
হয়তো এখনো তোমাকেই
ভালোবাসি।
রচনাকাল:
২৯.৫.২০২৫ ইং