সে নাম হাদি, সে নামই হাদি
—রফিক আতা—
যে নাম ভাঙে তাগুতের গদি
সে নাম হাদি, সে নামই হাদি।
যে নাম কথা বলে ইনসাফের
সে নাম হাদি, সে নামই হাদি।
যে নামে কাঁপে ভারতীয় আধিপত্য
সে নাম হাদি, সে নামই হাদি।
যে নাম জাগায় বিদ্রোহের স্বর
সে নাম হাদি, সে নামই হাদি।
যে নামে জ্বলে ইনকিলাবি অনল
সে নাম হাদি, সে নামই হাদি।
যে নামের সৌধ লক্ষ লক্ষ বক্ষ
সে নাম হাদি, সে নামই হাদি।
যে নামের আমি শাশ্বত অনুরক্ত
সে নাম হাদি, সে নামই হাদি।
যে নাম আজ অশ্রুর শবাধারে
সে নাম হাদি, সে নামই হাদি।
রচনাকাল—
২৭,১২,২০২৫ইং
শনিবার।