যে কারণে আমি মা ছেলের মিলনকে ( সহবাস) অনৈতিক মনে করি
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
আমার বিভিন্ন কারণ আছে এটাকে অনৈতিক ও পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ মনে করার। সংক্ষিপ্ত আকারে বললে " এই কাজ নৈতিকতার বিরুদ্ধে যায় তাই এটা অনৈতিক! "
এখন নৈতিকতাটা আসলে কি এবং এর গঠন কি ভাবে হয় তা বুঝতে পারলেই আমরা এটাও বুঝে যাবো যে" মা ছেলের সম্মতি থাকলেও এই কাজটা কেন অনৈতিক।
মূলত নৈতিকতা মানে শুধু “দুজনের সম্মতি আছে কি না” এতেই শেষ না। নৈতিকতার ভিত্তি তিনটি দিক থেকে গঠিত হয়, আর তা হলো -
১.. প্রকৃতিগত (Natural)
২. সামাজিক (Social)
৩. আধ্যাত্মিক বা ধর্মীয় (Spiritual)
মা-ছেলের মধ্যে যৌনসম্পর্ক এই তিন দিক থেকেই ভেঙে পড়ে। সংক্ষিপ্ত আকারে আমি এখানে পয়েন্ট গুলো পেশ করছি আপনাদের জন্য, যাতে বিষয়টা বুঝতে পারেন.....
১. প্রকৃতিগত (Natural) কারণ
মানবজাতির জেনেটিক গঠন এমনভাবে তৈরি, যাতে রক্তের ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে যৌনসম্পর্ক করলে জন্ম নেওয়া সন্তানদের জেনেটিক বিকলতা (genetic disorders) হয়।
এটা প্রকৃতির একটি সুরক্ষা ব্যবস্থা, যেন মানবজাতি সুস্থভাবে টিকে থাকতে পারে।অতএব, প্রকৃতি নিজেই মা-ছেলে বা বোন-ভাই সম্পর্ককে যৌনতার বাইরে রাখার নির্দেশ দিয়েছে। ন্যাচারালি যেহেতু নিজ রক্তের ( মা, নোন, ভাই- বাবা...) এদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা ক্ষতিকর সে হিসাবে সম্মতিতে মায়ের সাথে এই কাজটা করলেও তা ক্ষতিকর হবে। আর যে কাজটা ন্যাচারালি ক্ষতিকর তা নৈতিকতার বিরুদ্ধ.....
২. সামাজিক (Social) কারণ
পরিবার হলো সমাজের মূল ভিত্তি।যদি পরিবারের ভেতরেই মা-ছেলের যৌনসম্পর্ক গ্রহণযোগ্য হয়, তবে পরিবার নামক প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে যাবে।তাহলে “মা” আর “স্ত্রী”-এর ভূমিকার সীমা মুছে যাবে।এতে সমাজের নৈতিক কাঠামো ভেঙে গিয়ে পশুত্ব সৃষ্টি হবে যেখানে রক্তের সম্পর্ক আর সম্মান দুই-ই বিলুপ্ত হবে। যদি সামাজিক এর স্তরে গিয়ে মা ছেলে এই জঘন্য কাজ করে থাকে তাহলে পিতা পুত্র এর সম্পর্কের অবনতি এবং এবং সমাজে বিবাদ সৃষ্টি হবে। আর যা বিবাদ সৃষ্টি করে তা নৈতিকতা বিরুদ্ধ......
৩. আধ্যাত্মিক ( Spiritual) বা ধর্মীয় (Religious) কারণ
প্রায় সব ধর্ম ইসলাম, খ্রিষ্টান, ইহুদি, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্ম এই কাজকে অপরাধ ও জঘন্য কাজ হিসেবে ঘোষণা করেছে। ইসলামে এটি হারাম, এবং আত্মীয়তার সীমা লঙ্ঘনহিসেবে গণ্য।
কোরআনে বলা হয়েছে যে -
“তোমাদের মায়েরা তোমাদের জন্য হারাম করা হয়েছে।”
(সূরা আন-নিসা ৪:২৩)
অর্থাৎ আল্লাহ নিজে সম্পর্কের সীমা নির্ধারণ করেছেন, যাতে মানবজাতি শালীনতা ও বিশুদ্ধতার মধ্যে বাঁচতে পারে। আমার কাছে মা ছেলের মিলন হারাম হওয়ার জন্য কোরআনের এই আয়াতটা যথেষ্ট ছিল, কিন্তু তবুও এত বড় লেখাটা লেখছি কারণ নাস্তিকরা তো আবার ধর্ম কর্ম মানে না........ ।
নৈতিকতার ভিত্তি যেহেতু প্রধানত এই তিনটা বিষয়ের উপর নির্ভরশীল এবং এই তিনটা বিষয়ের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমরা দেখতে পাই যে তিনটার মূল কনসেপ্ট এর সাথে " সম্মতিতে মা ছেলে মিলন... " বিরুদ্ধচারণ করছে তাই এই কাজটা অনৈতিক এর আওতাতে পড়ে যাচ্ছে.....
আমাদের আরও একটা জিনিস বুঝতে হবে তা হলো -
অনেক সময় খারাপ বা অস্বাভাবিক কাজেও “সম্মতি” থাকতে পারে , যেমন কেউ সম্মতিতে আত্মহত্যা করতে পারে, কিন্তু সমাজ বা আইন তাকে বৈধ বলে না।তেমনি, মা-ছেলের যৌনসম্পর্কে সম্মতি থাকলেও তা নৈতিক, মানসিক, ধর্মীয় ও প্রাকৃতিকভাবে অবৈধঅতএব “সম্মতি থাকলেই কোনো কিছু নৈতিক হয় না।মা-ছেলের যৌনসম্পর্ক প্রকৃতির নিয়ম, মানসিক স্বাস্থ্যের ভারসাম্য, পারিবারিক পবিত্রতা, এবং আল্লাহর নির্দেশ সবকিছুর বিরোধী।তাই এটি শুধু অনৈতিক নয়, বরং মানবতার মর্যাদারও পরিপন্থী।”
আমার কাছে আরও একটা কারণে মা ছেলের সম্মতিতে মিলন করা অনৈতিক। আর সেটা হলো মনস্তাত্ত্বিক (Psychological) কারণ -
মা ও ছেলের সম্পর্ক জন্মের পর থেকেই গড়ে ওঠে নির্ভরতা, ভালোবাসা স্নেহ - মমতা ও নিরাপত্তা-এর ওপর।যদি সেই সম্পর্ক যৌন হয়ে যায়, তাহলে মা আর নিরাপত্তার প্রতীক থাকে না, বরং কামনার বস্তু হয়ে যায়।ছেলের মানসিক বিকাশ বিকৃত হয়।
অপরাধবোধ, লজ্জা, মানসিক অসুস্থতা দেখা দেয়।
মনোবিজ্ঞানে একে incest trauma বলা হয় যা আজীবন মানসিক ক্ষত সৃষ্টি করে। আর এই কারণের জন্যও মা ছেলের সম্মতিতেও মিলন করা আমি সৃষ্টি সবচেয়ে জঘন্য কাজ বলে মনে করি....
এখানে আরও একটা পয়েন্ট আমরা নিয়ে আসতে পারি তা হলো বিববর্তন তত্ত্ব!
বিবর্তন তত্ত্বে এমন কোনো উদাহরণ নেই যে " কোনো গোত্রের প্রাণীরা নিজ মা ও সন্তার এর সাথে এই জঘন্য কাজটা করে। আমি অভিজিৎ রায়ের " সমকামিতা" বইটা পড়েছি, সেখানে প্রথম অধ্যায়ে বিভিন্ন প্রাণী এর উদাহরণ নিয়ে এসেছিল যা সমকামিতা করত, তো সে ওই প্রাণীর উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছিল যে সমকামিতা ন্যাচারাল অতএব তা বৈধ! । তো অভিজিৎ রায়ের উসূল এর পথেও যদি আমরা হাটি তাহলেও আমরা দেখতে পাবো যে ন্যাচারালি কোনো জীবের মধ্যে মা ছেলে এর সে ক্সের বিষয়টা নেই, এমনকি আমাদের পূর্ব পুরুষরাও মা ছেল মিলন করে নি... যদি মা ছেলে মিলন করত তাহলে আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না কারণ " জেনেটিকভাবে আমরা বিভিন্ন সমস্যাতে পড়ে মদরা যেতাম...."
তো যে বিষয়টা প্রকৃতির জীবের মধ্যে নেই এবং আমাদের পূর্ব পুরুষরাও করে নি, ধর্ম, সমাজ, রাষ্টীও আইন সহ কোনো কিছুর যার সমর্থন করে না সেটা অনৈতিক হবে না তো কি হবে?
এখনও যদি কোনো নাস্তিক আবার লেখা না বুঝতে পেরে " মা ছেলে মিলন " করার পক্ষে রায় প্রদান করে তাহলে এটাতেও আমার বলার কিছু নেই.......। বিকৃত মস্তিষ্কের মানুষ না হলে নাস্তিক হওয়া যায় না এবং নাস্তিকরা এসব কাজ করবে তাও স্বাভাবিক বৈ কিছুই না.....
আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুক এবং এসব বাতিল থেকে দূরে রাখুক, আমিন, আমিন, সুম্মা আমিন
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
জবাবে : মোঃ মেহেদী হাসান ✍️
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
#প্রিন্স_ফ্রেরাসে