মেন্টালি স্ট্রং হওয়ার গোপন সূত্র
মোহাম্মদ জাহিদ হোসেন
বিশ্লেষণধর্মী। ডিসেম্বর ২৬, ২০২৫
মেন্টালি স্ট্রং হতে চাইলে প্রথমে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে মেপে চলুন। কেউ যদি বলে, ‘তুমি বেশি কথা বলো’, তাহলে তার সঙ্গে কথা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ শেষ পর্যন্ত আপনার বিপক্ষেই যাবে, আপনার কথাগুলো অন্যের কাছে শুধুই শব্দদূষণ—তখন চুপ করে শুনুন। বলার ইচ্ছে আর থাকবে না।
কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার সেই তীব্র তৃষ্ণা একবার পার করে ফেললেই জীবনটা অনেকটা অন্যরকম হয়ে যায়। ভয়ংকর সেই কথার ঝড় আর গলা আঁকড়ে ধরে না।
একসঙ্গে পথ চলার ইচ্ছের দায় শুধু আপনার একার নয়—এটা বুঝে গেলেই সেই ঘ্যানঘেনে ভাবটা চলে যায়।
“তাকে ভালোবাসি, কিন্তু একসঙ্গে জীবন কাটাতে চাই না”—কারো প্রতি এমন আগ্রহ হারিয়ে ফেলার চেয়ে কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই একটা “হলেই হলো” ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কী বলল, কে কী ভাবল—এগুলো নিয়ে আর মাথাব্যথা হয় না। মনে হয়, যে যা জানে জানুক। কোনো সমস্যা নেই। কেউ আমার জীবনটা চালাচ্ছে না।
অন্যের কাছে ‘গুড ভাইবস’ বজায় রাখতে গিয়ে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি সেই গুড ভাইবস ধরে রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবনটাই হারিয়ে বসে।
যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেওয়ার অদম্য চেষ্টায় হাঁপিয়ে উঠেও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একসময় টের পাবেন—আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনি তার স্ট্রাগলও অনেক বেশি।
“অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।” ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এবার আয়ত্ত করে নিন। ঝগড়াঝাঁটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মনখারাপগুলো ধীরে ধীরে খিঁচিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন—এই উঠে দাঁড়ানোটা অসম্ভব শক্তিশালী। এর মধ্যে আর ছিটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।
যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন—একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।
মেন্টালি স্ট্রং হওয়া মানে নিজের সঙ্গে একটা অটুট চুক্তি করা—যেখানে আর কেউ আপনাকে ভাঙতে পারবে না।
#মেন্টালস্ট্রং #মেন্টালহেলথ #ইনারস্ট্রেংথ #সেল্ফলাভ #লাইফলেসন #পজিটিভিটি #শান্তি #ঈগলমাইন্ডসেট #নিজেকেবদলাও #আবেগকন্ট্রোল