Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বসুর কবিতায় আমার আত্মস্বীকারোক্তি

0 পছন্দ 0 অপছন্দ
22 বার প্রদর্শিত
করেছেন (2,085 পয়েন্ট)   6 দিন পূর্বে "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
info_outline
করেছেন 5 দিন পূর্বে সম্পাদিত

পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

বসুর কবিতায় আমার আত্মস্বীকারোক্তি

—রফিক আতা—



যদি আমি ম’রে থাকতে পারতুম—

যদি পারতুম একেবারে শূন্য হয়ে যেতে,

ডুবে যেতে স্মৃতিহীন, স্বপ্নহীন অতল ঘুমের মধ্যে—

তবে আমাকে প্রতি মুহূর্তে ম’রে যেতে হতো না

এই বাঁচার চেষ্টায়;

খুশি হবার, খুশি করার,

ভালো লেখার, ভালোবাসার চেষ্টায়।



—এই লাইনগুলো জীবনের ভেতর প্রতিনিয়ত

তুমুলভাবে প্রতিধ্বনিত হয়।

বুদ্ধদেব বসুর “এই শীতে” কবিতার ধ্বনি যেন

আজ প্রতিটি জীবনের অন্তর্গত শব্দ।



সবাই স্বপ্ন দেখে।

স্মৃতি গদ্যে ফিরে ফিরে দেখে অতীত।

বাঁচতে চায়, স্বপ্নকে সাজাতে চায়।

আর সেই বাঁচার লড়াইটাকে কবি এক বাক্যে নামিয়ে আনেন—

মানুষের যুদ্ধ কেবল

“খুশি হবার, খুশি করার,

ভালো লেখার, ভালোবাসার চেষ্টায়।”



এই যে জীবনচক্রের শ্বাসরুদ্ধকর মানচিত্র—

এখানেই কবির মরে যেতে চাওয়া।

মৃত্যু এখানে আত্মহননের আকাঙ্ক্ষা নয়,

বরং এই অবিরাম চেষ্টার বৃত্ত থেকে

এক মুহূর্তের রেহাই।



যদি সত্যিই মরে যাওয়া যেত,

যদি ডুবে যাওয়া যেত

স্মৃতিহীন, স্বপ্নহীন অতল ঘুমে—

তবে আর দৌড়াতে হতো না

এই সব কিছুর পেছনে।



তাই মাঝে মাঝে আমিও আনমনে

এই লাইনগুলো আওড়াতে থাকি—

যখন ভীষণ মনখারাপ জমে ওঠে,

যখন জীবনযুদ্ধের কোনো এক দৃশ্যে

আমি পরাজিত হই।

যখন লিখতে ভালো লাগে না,

কলমে শব্দ নামে না,

অথবা যখন ভুল মানুষকে 

ভালোবাসার মতো দুষ্কর্মের বীভৎস স্মৃতি

মনের কার্নিশে ভেসে ওঠে।



ঠিক তখন—

আমি আশ্রয় নিই এই উচ্চারণে।


যদি আমি ম’রে থাকতে পারতুম—

যদি পারতুম একেবারে শূন্য হয়ে যেতে,

ডুবে যেতে স্মৃতিহীন, স্বপ্নহীন অতল ঘুমের মধ্যে—

তবে আমাকে প্রতি মুহূর্তে ম’রে যেতে হতো না

এই বাঁচার চেষ্টায়;

খুশি হবার, খুশি করার,

ভালো লেখার, ভালোবাসার চেষ্টায়।



এই আওড়ানো মৃত্যু নয়—

এ এক ক্লান্ত জীবনের

নিজেকে টিকিয়ে রাখার

নীরব, একগুঁয়ে প্রার্থনা।


ব্যক্তিগত নিবন্ধ।

বিশ, বারো, পঁচিশ ইং 

শনিবার।image


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 মাস ধরে, এবং এ পর্যন্ত 102 টি লেখা ও 7 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 2085। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
Enolej ID(eID): 2109
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
.                 কাগজের ফুল, জীবনের ভুল  .                        —রফিক আতা— বারান্দার কোণে আমি নি[...] বিস্তারিত পড়ুন...
3 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
.            রহস্যময় অতীত ও স্বপ্নময় প্রভাত  .                 🖊️—রফিক আতা— অতীতের কিছু স্মৃ&#[...] বিস্তারিত পড়ুন...
3 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
এক চিলতে শৈশবের কোলাহল  🖊️—রফিক আতা—  নীরব চারপাশ। থমথমে উঠান-বাড়ি। অদূরে মিটমি&[...] বিস্তারিত পড়ুন...
2 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
একবার ফের ফিরে যাই চাঁদ রঙ্গের মন্ত্রণালয়ে —রফিক আতা— আমি দাঁড়িয়ে ছিলাম শ্যাওলা &[...] বিস্তারিত পড়ুন...
2 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট! —রফিক আতা— মাঝে মাঝে খুব বেশি কষ্ট জমে গেলে আর কিছ&#[...] বিস্তারিত পড়ুন...
23 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
ই-নলেজ আইডিয়ায় আপনি নিজের লেখক প্রোফাইল তৈরি করে যেকোনো বিষয়ের উপর লিখতে পারেন। প্রতিটি লেখা থাকবে ইউনিক আইডি সহ, ইন্টারনেটে সার্চ করেও সহজে খুঁজে পাওয়া যাবে। পাবেন ব্যাজ, পয়েন্ট ও স্বীকৃতি—যা লেখক হিসেবে গড়ে তুলবে আপনার পরিচয়। এই প্ল্যাটফর্মে প্রতিভাবানরা একত্রিত হন, আর আপনি হয়ে উঠতে পারেন তাঁদের একজন। নিজের লেখাকে রাখুন নিজের নামে, নিজের প্রোফাইলে—চিরস্থায়ীভাবে।
  1. প্রিন্স ফ্রেরাসে

    2481 পয়েন্ট

    2 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    123 টি আইডিয়া ব্লগ

  2. আল-মামুন রেজা

    1832 পয়েন্ট

    11 টি প্রতিক্রিয়া

    6 মন্তব্য

    90 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    1656 পয়েন্ট

    37 টি প্রতিক্রিয়া

    8 মন্তব্য

    81 টি আইডিয়া ব্লগ

  4. মোহাম্মদ জাহিদ হোসেন

    1585 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    17 মন্তব্য

    78 টি আইডিয়া ব্লগ

...