"মনটাই আসল –টাকা নয়"
তারিখ:২৪–ডিসেম্বর–২০২৫
বিচিত্রতা সত্যিই এক অদ্ভুত নিয়ম।
কারো পকেটে হাজার টাকা থাকা সত্ত্বেও সে বলবে—
“আরে, আমার কাছে একটা টাকাও নাই, বন্ধু তুই কিছু খাওয়া।”
আবার কারো পকেটে মাত্র পঞ্চাশ টাকা থাকলেও সে হাসিমুখে বলবে—
“কোনো সমস্যা নাই, কিছু টাকা আছে, চল চা–বিস্কুট খাই।”
দিন শেষে, রাতে কে চিকেন বিরিয়ানি খায়
আর কে শুকনা মরিচ দিয়ে ভাত মাখিয়ে খায়—
সে খোঁজ আমরা কেউ রাখি না।
এটাই আসলে মনের ভিন্নতা।
আসলে সবই মনের ব্যাপার।
আপনার কাছে কত টাকা আছে,
তা দিয়ে কখনোই প্রমাণ হয় না
আপনি ছোট মনের মানুষ, নাকি বড় মনের।
মনটাই আসল—
টাকা নয়।