#মোয়াবিয়া_পুত্র_ইয়াজিদ_এবং_ইমাম_হুসাইনকে_হত্যাকারী_ব্যক্তিদর_ব্যাপারে_আহলুল_সুন্নাত_ওয়াল_জামআত_এর_অবস্থান।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
মহররম মাস এবং আশুরায় সময় কারবালার ইতিহাসকে কেন্দ্র করে সুন্নি শিয়া সহ বিভিন্ন জামআত এর মাঝে লড়াই লেগে থাকে। তাই আমি সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে কিছু লেখব ইনশাআল্লাহ...
ইমাম হুসাইন ও ইয়াজিদ এর ঘটনাকে কেন্দ্র করে তিনটা দল বিদ্যমান
এর মধ্যে দুটো দলই বাতিলপন্থি এবং কট্ররবাদী। এক দল বলে ইয়াজিদ কাফের, সে মুরতাদ ইত্যাদি ইত্যাদি । আরেক দল বলে ইয়াজিদ ভালো শাসক, জ্ঞানী , আল্লাহ ভীরু, সাহাবি ইত্যাদি ইত্যাদি । এই দুটো দলের ঠিক মধ্যবত্তি স্থানে আমাদের আহলুল সুন্নাত ওয়াল জামআত ( সংক্ষেপে সুন্নি) এর অবস্থান হলো এই যে
" ইয়াজিদকে আমরা সরাসরি তাকফির করব না এবং তার ব্যাপারে সরাসরি মোমিনও বলব না.. ভালো মন্দ দুটোই তার মধ্যে আছে।
( মাজমাউল ফাতওয়া লি ইবনে তাইমিয়া-৪/৪৮১ থেকে ৪৮৪ নং পৃষ্ঠা)
ইমাম যাহাবি বলেন
" ইয়াজিদকে লাগি প্রদান করি না এবং ভালোও বাসি না
( সিয়ারু আলামিন নুবালা-৪/৩৮)
আপাতত এতটুকু যথেষ্ট যে ইয়াজিদ এর ব্যাপারে আমাদের অবস্থান কি রকম হবে...
বিশেষ খন্ডন :
অনেক ব্যক্তি আছে যারা ইয়াজিদকে কাফের ও জাহান্নামি বলে এবং দলীলও পেশ করে একটা যুক্তি ও আয়াতের মাধ্যমে।
তারা বলে যে ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করেছে, আর হুসাইন মুসলিম এবং ইয়াজিদও, কোরআনের আয়াত অনুসারে কোনে মুসলিম আরেক মুসলিমকে হত্যা করলে সে জাহান্নামি ( নিসা-৯৩ আয়াত) আর ইয়াজিদ হুসাইনকে হত্যা করার কারণে জাহান্নামি..
আমার জবাব: প্রথম কথা ইয়াজিদ হুসাইনকে সরাসরি হত্যা করে নি এবং হত্যার নির্দেশও দেই নি বরং সে শুধু হুসাইন কে অবরোধ করার নির্দেশ দেন। এছাড়াও হুসাইন কে হত্যার কারণে ইয়াজিদ খুশিও হয় নি ( মাজমাউল ফাতওয়া-৩/৪১০)
বরং হুসাইন এর মৃত্যু সংবাদ শুনে ইয়াজিদ কান্না করেছিল এবং হুসাইন এর হত্যাকারী ( উবাইদুল্লাহ ইবন যিয়াদকে) কে লালনতও করেছিল ( আল বিদায়া ওয়ান নিহায়া-১১/৫৫৭ ; তারীখে তাবারী-৫/৪৬০)
তো আমরা বুঝতে পাচ্ছি যে ইয়াজিদ ইমাম হুসাইন কে হত্যা করে নি, আর যখন ইয়াজিদ হুসাইনকে হত্যাই করে নি তখন তাকে কোন যুক্তিতে জাহান্নামি বলা হয়?।
সারাংশ : ইয়াজিদ এর ব্যাপারে চূড়ান্ত ফয়সালা রোজ হাশরে আল্লাহ রব্বুল আলামীন করবেন.
ইয়াজিদ সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রসঙ্গে..
লিংক
-
https://www.facebook.com/100090008511217/posts/447472884929658/?app=fbl
দ্বিতীয় লিংক
https://www.facebook.com/100091947293817/posts/405912355817004/?app=fbl
#প্রিন্স_ফ্রেরাসে