নীরবতার দেয়ালে টোকা দেয়,
তোমার নাম লেখা স্মৃতি গুলো,
এক মুহূর্তের হাসি থেকেও কখনও কখনও জন্ম নেয় যুগের ব্যাথা;
ভালোবাসা কি শুধু ছোঁয়া?
নাকি মন থেকে মন ছুয়ে যাওয়ার ছবি?
অনুভূতির পাকে জড়িয়ে,
তুমি আমি হয়ে উঠি অনন্তের কবি।
চোখের ভাষা শব্দ ছাড়াই বোঝে,
রাগে ভরা ঠোঁট ও তোমার অপেক্ষায় কাপে।
অভিমান গুলো রাতের আধার হয়ে জমে ;
আবার ভোরে গলে পড়ে তোমার বুকের মাঝে।
জীবনের পথে কত প্রশ্ন,কত বিভ্রান্তি,
তবু উত্তর একটাই ' তুমি ',
ভালোবাসা কখনো হারায় না,
হারিয়ে গেলে আরোও গভীরে খুঁজে পায় ভালোবাসা।
আকুল মন প্রশ্ন করে _
' যদি দূরে চলে যাও একদিন ?'
ভালোবাসা তখনও পাশে বসে বলে_
" দূরত্ব শুধু শরীরের মাপ, হৃদয়ের নয় কোনোদিন!"
ভাঙ্গা স্বপ্ন,গোপন কান্না,
সবই তোমায় কেন্দ্র করে লেখা।
তোমায় ছাড়া আমার পৃথিবী হলো,
দিক হারা আলোর মত পথ ভোলা রেখা।
তুমি এলে ভেঙে যায় সব অন্ধকার,
হৃদয়ের ঘরে ফুটে ওঠে নতুন সকাল।
তোমার ভালোবাসা জোনাকির আলো,
যা অন্ধকার রাতেও করে উজ্জ্বল।
শুধু চাইলেই হয় না এই ভালোবাসা,
এটা হলো শ্বাসের মতো সত্য।
যতবার নিশ্বাস নিবো,
ততবার তোমাকেই চাই অবিরত।
তাই বলি _
যদি কোনোদিন আকাশ তোমায় ভয় দেখায়,
মনে রেখো _
আমার ভালবাসা তোমার হাত ধরে রাখবে।
শেষ নিশ্বাস পর্যন্ত নিভে যাবে না এই ভালোবাসার আগুনের শিখা।