Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

যখন মানুষ নিজেই মানুষের চেয়ে নৃশংস

0 পছন্দ 0 অপছন্দ
2 বার প্রদর্শিত
করেছেন (6,139 পয়েন্ট)   4 ঘন্টা পূর্বে "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

image যখন মানুষ নিজেই মানুষের চেয়ে নৃশংস

মোহাম্মাদ জাহিদ হোসেন

বিশ্লেষণধর্মী। ০৩ ডিসেম্বর, ২০২৫


একটা ছোট্ট কুকুরছানা, মাত্র কয়েক সপ্তাহের, রাস্তার ধারে কাঁপছে। তার পা দুটো ভাঙা, শরীরে ছেঁড়া ক্ষত, চোখে এমন ভয় যে দেখলে মনে হয় সে বুঝে গেছে—মানুষ নামের প্রাণীটা সবচেয়ে ভয়ংকর। আর সেই ছানাটাকে যে পিটিয়ে এই অবস্থা করেছে, সে কোনো জানোয়ার নয়, আমাদেরই কেউ। একজন মানুষ।


গতকাল রাত থেকে ভিডিওটা দেখছি। প্রতিবার দেখি, বুকের ভিতরে কী যেন ছিঁড়ে যায়। লোকটা হাসছে। হাসতে হাসতে লাঠি দিয়ে আঘাত করছে। ছানাটা চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু গলা থেকে শব্দ বেরোচ্ছে না। আর আমরা? আমরা শেয়ার করছি, কমেন্ট করছি “খুব নৃশংস”, “এর শাস্তি হোক”। কিন্তু কেউ কি ভেবেছি—এই হাতটা যদি আমারই কারো হাত হয়?


আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে  

- একজন মানুষ আরেকজন মানুষকে ধর্ষণ করে, পুড়িয়ে মারে, গলা কেটে ফেলে—আর ভিডিও বানায়।  

- একটা গর্ভবতী মাকে পেটে লাথি মেরে হত্যা করা হয়, কারণ সে “ভুল ধর্মের”।  

- আর সেই সমাজেই একটা কুকুরছানাকে পিটিয়ে মারলে আমরা হঠাৎ “মানবিক” হয়ে উঠি।


এটা কি হাস্যকর নয়?  

যে সমাজ মানুষ মারার ভিডিও দেখে হাততালি দেয়, সেই সমাজ কুকুরছানার ভিডিও দেখে কাঁদে?  

আমাদের মানবিকতা এতটাই সস্তা হয়ে গেছে যে, একটা প্রাণীর ব্যথা দেখে আমরা রাগি, কিন্তু নিজের প্রতিবেশীর মেয়েটাকে যখন রাস্তায় পিটিয়ে মারা হয়েছিল, তখন আমরা চুপ ছিলাম?


আমি জানি, এই পোস্ট পড়ে অনেকে বলবে—  

“দুটোই নৃশংস”  

“দুটোরই বিচার চাই”  


কিন্তু আসল প্রশ্নটা এখানে:  

যে হাতটা কুকুরছানাকে মারছে, সেই হাতটা কি কখনো মানুষ মারেনি?  

যে মনটা একটা নিরীহ প্রাণীর উপর এত রাগ দেখাতে পারে, সে কি কখনো মানুষের উপর দেখায়নি?


আমরা যতক্ষণ না নিজেদের ভিতরের পশুকে চিনব, ততক্ষণ কুকুরছানা বাঁচানোর জন্য কাঁদলেও কিছু বদলাবে না। কারণ যে সমাজ মানুষকেই মানুষ বলে মনে করে না, সেখানে একটা কুকুরছানার জন্য মানবিকতা আশা করা নিজেকে ধোঁকা দেওয়া।


আজ শুধু কাঁদবেন না।  

আয়নার সামনে দাঁড়ান।  

নিজেকে জিজ্ঞেস করুন—আমি কি সত্যিই মানুষ?  

না কি আমার ভিতরেও একটা লাঠি আছে, শুধু এখনো হাতে নিইনি?


যদি আপনার বুকের ভিতরেও কিছু নড়ে, তাহলে এই পোস্টটা শেয়ার করুন।  

না হলে স্ক্রল করে চলে যান।  

কারণ যারা চুপ থাকে, তারাই পরের ভিডিওর দর্শক হয়।


আমার আর কিছু বলার নেই।  

শুধু একটা কুকুরছানার চোখের দিকে তাকিয়ে দেখুন।  

সেখানে আপনিও আছেন। আমিও আছি।


#মানুষহয়েওঠো  

#কুকুরছানাটারজন্যনয়নিজেরজন্যকাঁদো  

#এইসমাজটাকেবদলাও  

#মানবিকতা_এখনো_বেঁচে_আছে_কি

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 306 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6139। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
Enolej ID(eID): 1736
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
আমি নিজেই আমার আপন (সাহিত্যিক বিশ্লেষণমূলক প্রবন্ধ) লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধর&#[...] বিস্তারিত পড়ুন...
28 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

পরির বাবার ডায়েরি: যখন মেয়ে চুপ করে যায়, বাবা জেগে ওঠে মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণ[...] বিস্তারিত পড়ুন...
13 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বিবেক যখন নিঃশব্দ, সমাজ তখন অন্ধ  লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরনঃ সাহিত্যধর্মী বি[...] বিস্তারিত পড়ুন...
25 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
যোগ্যতা যখন হেরে যায় মামা-চাচার কাছে লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ বিশ্লে&#[...] বিস্তারিত পড়ুন...
16 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী ⋄ ১৬ নভেম্বর, ২০২৫ বাংলাদেশের লোকসংস্কৃতির &#[...] বিস্তারিত পড়ুন...
14 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
ই-নলেজ আইডিয়ায় আপনি নিজের লেখক প্রোফাইল তৈরি করে যেকোনো বিষয়ের উপর লিখতে পারেন। প্রতিটি লেখা থাকবে ইউনিক আইডি সহ, ইন্টারনেটে সার্চ করেও সহজে খুঁজে পাওয়া যাবে। পাবেন ব্যাজ, পয়েন্ট ও স্বীকৃতি—যা লেখক হিসেবে গড়ে তুলবে আপনার পরিচয়। এই প্ল্যাটফর্মে প্রতিভাবানরা একত্রিত হন, আর আপনি হয়ে উঠতে পারেন তাঁদের একজন। নিজের লেখাকে রাখুন নিজের নামে, নিজের প্রোফাইলে—চিরস্থায়ীভাবে।
ডিসেম্বর মাসের শীর্ষ পরীক্ষকগণ

সর্বাধিক সক্রিয় বিশেষজ্ঞ ও পর্যালোচকগণ। পূর্ণ তালিকা দেখুন...
ক্রমিক নাম পরিচয় অনুমোদন প্রত্যাখ্যান সম্পাদনা লুকানো ফ্ল্যাগ বন্ধ খোলা মোট
1 প্রিন্স ফ্রেরাসে (19 টি পরীক্ষণ ) বিশেষজ্ঞ 0 0 19 0 0 0 0 19
2 MdAUKhan (15 টি পরীক্ষণ ) প্রশাসক 1 0 14 0 0 0 0 15
3 আল-মামুন রেজা (12 টি পরীক্ষণ ) বিশেষজ্ঞ 2 0 10 0 0 0 0 12
4 Enolej Official Team (1 টি পরীক্ষণ ) প্রশাসক 0 0 1 0 0 0 0 1
  1. প্রিন্স ফ্রেরাসে

    805 পয়েন্ট

    2 টি প্রতিক্রিয়া

    2 মন্তব্য

    40 টি আইডিয়া ব্লগ

  2. আল-মামুন রেজা

    370 পয়েন্ট

    7 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

  3. মোহাম্মদ জাহিদ হোসেন

    143 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  4. রওনাকুল ইসলাম রেজভী

    71 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

...