সারা বিশ্বের মধ্যে প্রথম কোন প্রোগ্রামেবল এন্ড ডিজিটালাইজড কম্পিউটার তৈরি করে আমেরিকা। যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষের দিকে ১৯৪৫ সালের সামরিক কাজে ব্যবহারের উদ্দেশে তৈরি করেছিল দেশটি। এর নাম দেওয়া হয় "এনিয়াক" বা ENIAC ( Electronic Numerical Integrator And Computer)। তবে ইনিয়াক প্রজেক্টের আওতায় এই কম্পিউটার তৈরির কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৩ সালে শুরু হয়।
"এনিয়াক" ডিজিটালাইজড কম্পিউটারটিকে প্রথম আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯৪৬ সালের ১৫ই ফেব্রুয়ারিতে স্থাপন করা হয়। এটি ডিজাইন ও তৈরি করতে তৎকালীন সময়ের মার্কিন সরকার প্রায় ৫ লক্ষ ডলার ব্যয় করেছিল। আর এখান থেকেই আসলে শুরু হয় আধুনিক কম্পিউটারের প্রজন্মের হিসাব গণনা।
প্রায় ৩০ টন ওজনের এই 'ENIAC' ( Electronic Numerical Integrator And Computer) কম্পিউটার প্রথম বাস্তবিক ব্যবহারের উদ্দেশে ১৯৪৫ সালের ১০ই ডিসেম্বর চালু করা হয়। তবে আমেরিকার সেনাবাহিনীর অর্ডিন্যান্স কর্পসের এর অধীনে ১৯৪৬ সালের জুলাই মাসে ছেড়ে দেওয়া হয়। যা পরবর্তী ১৯৫৫ সাল পর্যন্ত সামরিক কাজে একাধারে ব্যবহার করে আমেরিকা।
প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের এই ইনিয়াক কম্পিউটার ১,৮০০ বর্গফুটের একটি বড় কক্ষে স্থাপন করা হয়। এটি পরিচালনায় ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। ১৯৫৫ সালে এর সার্ভিস লাইফ টাইমের শেষের দিকে এতে ১৮ হাজার ভ্যাকুয়াম টিউব, ৭,২০০টি ক্রিস্টাল ডায়োড, ১,৫০০টি রিলে, ৭০ হাজার রেজিস্টার, ১০ হাজার ক্যাপাসিটর এবং প্রায় ৫ লক্ষ হাতল/ক্যাবল দ্বারা জোড়া দেয়া ছিল।
এটিকে বিশ্বের প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার হিসেবেও বিবেচনা করা হলেও এর প্রোগ্রামিং ছিল একটি জটিল ও ম্যানুয়াল প্রক্রিয়া। যা সম্পন্ন করতে প্রায় কয়েকদিন সময় লেগে যেত। তবে তা সত্ত্বেও কিন্তু ইনিয়াক (ENIAC) কম্পিউটারকে তৎকালীন সময়ে বিদ্যমান থাকা অন্য যেকোনো ডিজিটাল সিস্টেমের চেয়ে আধুনিক ডিজিটাল সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়। এটি প্রতি সেকেন্ড কমপক্ষে ১ হাজার গুণ দ্রুত এবং নিখুঁতভাবে প্রায় ৫ হাজারের কাছাকাছি সমস্যা সমাধান করতে পারত।
ইনিয়াক কম্পিউটার তৈরির প্রথম দিকে এতে মেমরি বা তথ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। এতে আইবিএম কার্ড রিডার থেকে ডাটা ইনপুট করা হতো এবং ডাটা আউটপুটের জন্য একটি আইবিএম কার্ড পাঞ্চ ব্যবহার করা হয়। তাছাড়া ১৯৫৩ সালে এতে প্রথম বারের মতো আমেরিকার Burroughs কর্পোরেশনের তৈরি একটি ১০০ শব্দের ম্যাগনেটিক কোর মেমরি সিস্টেম ইনস্টলেশন করা হয়।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, টেক-টার্গেট, ব্রিটানিকা, পেন টুডে।
Sherazur Rahman