২০২৩ সালের জানুয়ারি, এপ্রিল ও নভেম্বর এবং ২০২৪ সালের মার্চে সুন্দরবনের ২,২৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে চালানো হয় বাঘ জরিপ। সেখানে স্থাপন করা হয় মোট ৬৫৬টি ক্যামেরার ফাঁদ। ক্যামেরা ছাড়াও সুন্দরবনের ১,৩০৬ কিলোমিটার খালপাড়ে সরেজমিন জরিপ করা হয়। এসব খালে বাঘের পায়ের ছাপ গুনে বাঘের সংখ্যা ও ঘনত্ব পরিমাপ করা হয়। ৮ অক্টোবর ২০২৪ বন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বাঘের সংখ্যা এবং এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। জরিপ অনুযায়ী, গত ৬ বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি। অর্থাৎ সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১২৫টি। জরিপে প্রতি ১০০ বর্গকিলোমিটার এলাকায় ২.৬২টি বাঘের অস্তিত্ব পাওয়া যায়। ক্যামেরায় মোট ৮৪টি বাঘের ছবি পাওয়া যায়। বাকি ৪১টি বাঘ খাল জরিপের মাধ্যমে পাওয়া যায়।