বাংলাদেশের সবচেয়ে সেরা ও ব্যতিক্রমী উন্মুক্ত ব্লগিং ফোরাম ই-নলেজ আইডিয়ায় আপনাকে সুস্বাগতম।জ্ঞান চর্চার এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয় নিয়ে ব্লগিং, লেখালেখি, আলোচনা, মতামত, ব্যাখ্যা, টিউটোরিয়াল তৈরি ইত্যাদি কার্যক্রম করে অবদান রাখতে পারবেন।জ্ঞানীদের আলোচনার কেন্দ্রে নিজেকে বিকাশিত করার পাশাপাশি কার্যক্রমে সম্মানের প্রতীক পয়েন্ট,ব্যাজ অর্জনের সুযোগ তো থাকছেই, আরও রয়েছে আইডিয়া গুরু খেতাব অর্জনের সুযোগ।এছাড়াও সেরাদের উৎসাহিত করার উদ্দেশ্যে আকর্ষণীয় পুরষ্কার প্রদান কার্যক্রমের ছোয়া তো রয়েছই বাংলাদেশের সবচেয়ে সেরা ও ব্যতিক্রমী এই প্ল্যাটফর্ম এ।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

অনিয়মের আঁতুড়ঘর: শিক্ষা ব্যবস্থার ভয়াবহ চিত্র

0 পছন্দ 0 অপছন্দ
41 বার প্রদর্শিত
করেছেন (420 পয়েন্ট) 26 মার্চ "শিক্ষা প্রতিবেদন" বিভাগে লেখা প্রকাশিত

বাংলাদেশের টেকশই উন্নয়ন অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জসমূহের মধ্যে প্রথমেই রয়েছে "দারিদ্র বিলোপ" এবং আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে "গুণগত শিক্ষা"।

সরকার নিশ্চই সকলের জন্য শিক্ষা নিশ্চিত করণে কাজ করে যাচ্ছেন,আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন-

"দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে"।

সকলের জন্য শিক্ষা, কিন্তু তা অর্জনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় যদি করতেই হয় তবে যারা গরিব তাদের ক্ষেত্রে "সকলের জন্য শিক্ষা" কথাটা কতটুকু যুক্তিযুক্ত তা আমার জানা নেই।

সাধারণ মানুষের টাকার গাছ নেই- তবে কেন স্কুলমূখী শিক্ষার্থীরা কোচিং,প্রাইভেটমুখী হয়ে যাচ্ছে? 

শিক্ষার্থীদের যদি প্রাইভেটমূখী জীবণ গড়ে ওঠে তবে "স্কুল জীবণ" বলতে মূলত কি তা আমার কাছে বোধগম্য নয়।

স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের এমনভাবে পড়াতে পারে, যাতে ছাত্ররা তাতে আস্থা ফিরে পেতে পারে, যদি স্কুলের প্রতি সেরকম আস্থা-ই থাকে তবে কে ই বা স্কুল ছেড়ে অযথা সময় এবং অর্থ খরচ করবে যেখানে আমাদের দেশে দারিদ্রের হার বেশী?

প্রাইভেটমূখী শিক্ষা ব্যবস্থা কিভাবেই বা দূরীভূত হবে যেখানে বেশীরভাগ স্কুল শিক্ষকই শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোতে অভ্যস্থ?

স্কুলেই যদি সঠিকভাবে পড়ানো হত তবে প্রাইভেট পড়ানোর কি প্রয়োজন তা আমার বোঝে আসে না।

নাম মাত্র কোনো একভাবে পড়িয়ে ফরয কাজ আদায় করার চিন্তাভাবনা নিয়ে স্কুল পরিচালনা করা অর্থাৎ শিক্ষার বাণিজ্যিকীকরণ এ আরও একধাপ এগিয়ে যাওয়া।এতে করে আমাদের যুবসমাজ কতটুকু সভ্য সমাজে অভ্যস্থ হবে, কতটুকুই বা শিখবে!

নিয়মিত স্কুলে আসা, পড়াশোনা ও তাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবণ অর্থাৎ ছাত্র জীবণ বলতে যা কল্পনায় আসে তা এখন প্রায় নিঃশেষিত।এখন যেটা কল্পনায় আসে সেটা হলো স্কুলে ভর্তি হওয়া শুধুমাত্র পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করার জন্য, আর বাকিটা প্রাইভেট, কোচিং এর ভরসায় থাকা।অর্থাৎ স্কুল জীবণ বলতে মূলত কোনটা সেটা আমার পক্ষে বোধগম্য নয়।

শিক্ষা যদি শিক্ষার্থীদের সঠিকভাবে দেওয়া না হয়, অনিয়ম ব্যবস্থায় অভ্যস্থ করানো হয়, তবে সেই শিক্ষার্থীদের কাছ থেকে ভবিষ্যত দিনের কর্ণধার হিসেবে অনিয়ম,দূর্নীতি ব্যতীত কি-ই বা আশা করা যায়?

নেতিবাচক কর্মকান্ড মানুষের বুদ্ধিমত্তার উপর নেতিবাচক ছাপ তৈরি করে,ফলে যে সেন্স টা কাজ করা উচিত সেই সেন্স টা কাজ করেনা।তখন সে  পশুর ন্যায় আচরণ করে,যুক্ত হয় দুর্নীতির মতো দুষ্টচক্রে।

মানুষ মাত্রই ভূল, আমার চিন্তাধারায় ভূল থাকতেই পারে,আর তাই তো সকলের কাছে সেটা উপস্থাপন করা, সকলেই নিজ নিজ মতামত দিয়ে সঠিক দিকনির্দেশনা দিবেন।

ধন্যবাদ।

লেখা- 

মোঃ আশরাফ উদ্দিন খান।

ব্লগ পরিচিতি- অনিয়মের আঁতুড়ঘর: শিক্ষা ব্যবস্থার ভয়াবহ চিত্র

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

এ সম্পর্কিত কোন ব্লগ খুঁজে পাওয়া গেল না

ই-নলেজ আইডিয়া ফোরামে আপনাকে সুস্বাগতম।জ্ঞান চর্চার অনন্য এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয় নিয়ে ব্লগিং, লেখালেখি, আলোচনা, মতামত, ব্যাখ্যা, টিউটোরিয়াল তৈরি ইত্যাদি কার্যক্রম করে অবদান রাখতে পারবেন।জ্ঞানীদের আলোচনার কেন্দ্রে নিজেকে বিকাশিত করার পাশাপাশি কার্যক্রমে সম্মানের প্রতীক পয়েন্ট,ব্যাজ অর্জনের সুযোগ তো থাকছেই, আরও রয়েছে আইডিয়া গুরু খেতাব অর্জনের সুযোগ।এছাড়াও সেরাদের উৎসাহিত করার উদ্দেশ্যে আকর্ষণীয় পুরষ্কার প্রদান কার্যক্রমের ছোয়া তো রয়েছই বাংলাদেশের সবচেয়ে সেরা ও ব্যতিক্রমী এই প্ল্যাটফর্ম এ।জ্ঞানার্জনের এই প্ল্যাটফর্মই হোক আপনার লেখালেখি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু।

    এই মাসে এ পর্যন্ত আইডিয়া গুরু হিসেবে কেউ মনোনীত হননি!

    ...